নোয়াখালীতে অস্ত্রসহ চাঁন্দা ডাকাত গ্রেপ্তার
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ত্রাস চাঁন মিয়া ওরফে চাঁন্দা ডাকাত (৩৮) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু। এর আগে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে চাঁন্দা ডাকাত এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে চাঁদাবাজি, নির্যাতন ও লুটপাট চালিয়ে আসছিলেন।
স্থানীয়রা জানান, গত আগস্টের পর থেকে মোহাম্মদপুর ইউনিয়নে চাঁন্দা ডাকাত বাহিনী, ফারুক বাহিনী ও তোতলা বাহিনী নামে তিনটি গ্রæপ সন্ত্রাস ও মাদক ব্যবসা চালাচ্ছে। চাঁন্দা ডাকাত ও ফারুক বাহিনী স্থানীয়দের খামার থেকে গরু-মহিষ ও মাছ লুট করতো, আর তোতলা বাহিনী নদীপথে মাদক পাচার করতো।
গ্রেপ্তার চাঁন্দা ডাকাত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের আব্দুল বাতেনের ছেলে এবং যুুবদল নেতা মো. দিদারের ভাই। তবে দিদার অভিযোগ অস্বীকার করে বলেন, “ষড়যন্ত্র করে আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।”
র্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু জানান, গ্রেপ্তার চাঁন্দা ডাকাতের বিরুদ্ধে চরজব্বর ও হাতিয়া থানায় হত্যাচেষ্টা ও অন্যান্য মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে।



















