সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার
গাজী রুবেল, নোয়াখালী ব্যুরো প্রধান
- আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে নিখোঁজের দুই দিন পর আরিফ হোসেন (১৩) নামে মানসিক প্রতিবন্ধী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়। আরিফ বদলকোট ইউনিয়নের পরকোট গ্রামের জামাল হোসেনের ছেলে। তার পরিবার জানায়, শনিবার রাত থেকে নিখোঁজ ছিল সে। সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
চাটখিল থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উপুড় অবস্থায় ছিল, চোখ-মুখসহ শরীর ফুলে গেছে। আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




















