নোয়াখালীতে বিএনপি নেতা সরকারি চাল বিক্রিকালে আটক

- আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ৩ বস্তা চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে সাবেক উপজেলা বিএনপি নেতা ওজি উল্যাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহŸায়ক এবং ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কবিরহাট উপজেলার ঘোষবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার নেন বিএনপি নেতা ওজি উল্যাহ। গত ৩০ আগস্ট স্থানীয়রা তাকে ৩ বস্তা চাল বিক্রির সময় ধরে ফেলে। পরে উপজেলা খাদ্য কর্মকর্তারা ঘটনাস্থল থেকে মোট ৪৩ বস্তা চাল জব্দ করেন।
এ ঘটনায় উপ-খাদ্য পরিদর্শক মো.ছালেহ উদ্দিন বাদী হয়ে সোমবার ১ সেপ্টেম্বর কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কবিরহাট থানার ওসি শাহীন মিয়া।