ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে রাস্তার কাজে বাধা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলার দেবীপুর এলাকায় দীর্ঘদিনের অবহেলিত রাস্তার কাজে বাধা এবং স্থানীয় সুমনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
গত শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, আহত সুমন ও তার পরিবারের নিরাপত্তা প্রদান এবং হামলার পর বন্ধ হয়ে যাওয়া বেড়ীবাঁধের রাস্তার কাজ পুনরায় শুরুর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, স্থানীয় আল—হেরা জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম রাজ্জাক, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ, আরিফ, জুয়েল ও খোকনসহ প্রমূখ।
বক্তারা অভিযোগ করেন, গত ২৭ অক্টোবর দেবীপুর এলাকায় সরকারি বেড়ীবাঁধের রাস্তার কাজ চলাকালে একদল সন্ত্রাসী এলজিইডি ঠিকাদারের কর্মচারী মো. সুমনের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনায় আহতের ভাই মো. রিপন বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করলেও পাঁচ দিন পার হলেও এখনো কোনো আসামীকে গ্রেফতার করা হয়নি। বরং আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
পরে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।স্বারকলিপিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বন্ধ হয়ে যাওয়া বেড়ীবাঁধের রাস্তার কাজ অবিলম্বে শুরু করার দাবি জানানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে রাস্তার কাজে বাধা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় :

নোয়াখালীর সদর উপজেলার দেবীপুর এলাকায় দীর্ঘদিনের অবহেলিত রাস্তার কাজে বাধা এবং স্থানীয় সুমনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
গত শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, আহত সুমন ও তার পরিবারের নিরাপত্তা প্রদান এবং হামলার পর বন্ধ হয়ে যাওয়া বেড়ীবাঁধের রাস্তার কাজ পুনরায় শুরুর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, স্থানীয় আল—হেরা জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম রাজ্জাক, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ, আরিফ, জুয়েল ও খোকনসহ প্রমূখ।
বক্তারা অভিযোগ করেন, গত ২৭ অক্টোবর দেবীপুর এলাকায় সরকারি বেড়ীবাঁধের রাস্তার কাজ চলাকালে একদল সন্ত্রাসী এলজিইডি ঠিকাদারের কর্মচারী মো. সুমনের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনায় আহতের ভাই মো. রিপন বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করলেও পাঁচ দিন পার হলেও এখনো কোনো আসামীকে গ্রেফতার করা হয়নি। বরং আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
পরে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।স্বারকলিপিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বন্ধ হয়ে যাওয়া বেড়ীবাঁধের রাস্তার কাজ অবিলম্বে শুরু করার দাবি জানানো হয়।