নোয়াখালীতে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ শাহাদাত হোসেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভ‚-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী।
রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশ ও ইসলাম মার্কেট সংলগ্ন রেলওয়ের জমিতে গড়ে ওঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান, হোটেলসহ স্থায়ী ও অস্থায়ী মোট ১০৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে রেলওয়ের ২৬ শতাংশ জমি দখলমুক্ত হয়। এসময় ভ‚-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় সহকারী ভ‚-সম্পত্তি কর্মকর্তা আকবর হোসেন মুজুমদার, কানুনগো, স্টেশন মাস্টার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


















