নোয়াখালী জজ কোর্টের দোতলা থেকে লাফ দিয়ে আসামির পালানোর চেষ্টা

- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
নোয়াখালীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি জেলা জজ কোর্টের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় আসামি শাহাদাত হোসেন (৩০) কে আবার আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজিরা শেষে এ ঘটনা ঘটে। শাহাদাত নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাবুল হোসেনের ছেলে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহাদাত তার পাঁচ বছরের চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা করে এবং মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকালে নোয়াখালী কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পুলিশ পাহারায় হাজতে নেওয়ার সময় হঠাৎ আদালতের দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে সে। পরে আদালত ভবনের ফটকের সামনে থেকে স্থানীয়দের সহায়তায় শাহাদাতকে আটক করে পুলিশ।
নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামি হাতকড়াসহ পালানোর চেষ্টা করেছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়েছে।”