পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মাদ্রাসার শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বোদা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হযরত আবু বক্করসিদ্দিক (রা) নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে
বক্তারা বলেন, ইতিপূর্বে মাদ্রাসার টিবওয়েল ও দানবক্স চুরি হয়ে যাওয়ায় স্থানীয় কিশোে গ্যাং এর লিডার মাহবুব রহমান ও রমজানকে সন্দেহ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমিটির সদস্য শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আলোচনা হয়, আলোচনার বিষয়টি অভিযুক্তদের কানে গেলে, গত ২৫ তারিখ বৃহস্পতিবার বিকালে অভিযুক্তরা দলবল নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে অতর্কিত মাদ্রাসার পরিচালক ও হাফেজ ক্বারী শিক্ষক আতিকুর রহমানের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হন,। বহিরাগত সন্ত্রাসীরা মাদ্রাসায় প্রবেশ করে শিক্ষকের উপর এমন সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোরদাবি জানায় মানববন্ধনকারীরা । বর্তমানে ওই শিক্ষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এসময় বক্তব্য রাখেন, হযরত আবু বক্করসিদ্দিক (রা) নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আজিমুল হক, মাদ্রাসার জমি দাতা আনোয়ারুল হক,
এলাকাবাসী রিপন ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা জান্নাতুল বাড়ি মানিক, এনসিপি নেতা আলী আহসান প্রমূখ। এসময় ওই প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বোদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের আশায় স্থানীয় শত মানুষের স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেন।

















