পঞ্চগড়ে যাত্রীবাহী বাসে অজ্ঞান করে টাকা লুট, হাসপাতলে ভর্তি
- আপডেট সময় : ১১২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে দিনদুপুরে আমিরুল ইসলাম নামে বাসের এক যাত্রীকে অজ্ঞান করে টাকা লুট করে নিয়ে যায় মলম পার্টির একটি চক্র। বাসের সুপার ভাইজার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞান অবস্থায় চিকিৎসার জন্য তাকে হাসপাতেলে নিয়ে ভর্তি করেন, বর্তমান তিনি কিছুটা সুস্থ হলেও চিকিৎসাধীনে আছে । ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। ভুক্তভোগী বাড়ি তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের প্রমাণিক পাড়া গ্রামে। তিনি একই এলাকার নুরু আকন্দের ছেলে।
ভুক্তভোগি আমিরুল ইসলাম জানান, প্রতি হাটের ন্যায়ে বৃহস্পতিবার গরু ব্যাবসায়ী আমিরুল ইসলাম ৮০ হাজার টাকা সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে বাসযোগে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। গন্তব্য স্থানে না নামায় গাড়ির সুপারভাইজার তাকে নামার কথা বলতে গিয়ে দেখে তিনি অজ্ঞান অবস্থায় সিটে বসে আছে, পরে অসুস্থ অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পুলিশ খবর পেয়ে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় আমিরুলকে দেখতে পায়, এদিকে বিকাল গড়িয়ে গেলেও আমিরুলের কোন খোঁজ পাচ্ছিলোনা তার স্বজনরা। অনেক খোঁজাখুঁজির পরে সন্ধায় তার খোজ মিলে হাসপাতালে ।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম মাহবুব উল আলম জানান, আমিরুল ইসলামকে চেতনানাশক হাইডোস প্রয়োগ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর দুপুরে রোগীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করি। তিন দিনের চিকিৎসা শেষে রোগী সুস্থ হয়ে ওঠায় শনিবার বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, “পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে মলম পার্টির এই চক্রকে দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান ও ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।”এদিকে স্থানীয়রা জানান, পঞ্চগড় এলাকায় মলম পার্টির কার্যক্রম দিন দিন বেড়ে চলেছে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত এসব অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

















