ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, মুক্তি পেল ৩ হাজারের বেশি আসামি

পঞ্চগড় প্রতনিধি
  • আপডেট সময় : ৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় অভিযুক্ত প্রায় ৩ হাজারেরও বেশি আসামি এখন মুক্ত হয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি চত্বরে পাবলিক প্রসিকিউটরের (পিপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পঞ্চগড় জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফি।
এ সময় তিনি বলেন, “জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগ, পুলিশ বিভাগ এবং সরকারের আন্তরিকতায় রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আইন মন্ত্রণালয়ের সহযোগীতায় এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন হাজারো মানুষ।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আদম সূফি আরও বলেন, “বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এইসব মামলা দায়ের করা হয়। এসব মামলা দিয়ে হাজার হাজার মানুষকে বছরের পর বছর হয়রানি করা হয়েছে। যার মধ্যে অন্যতম মামলা হিসেবে ছিল, বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করে বিএনপি নেতা আরিফিনকে হত্যার পরেও তৎকালীন সরকারের পক্ষ থেকে মিথ্যা মামলা দায়ের করা।”
সরকার পরিবর্তনের পর গত সাত-আট মাসের মধ্যে বিভিন্ন আদালতে এসব মামলা একে একে নিষ্পত্তি হয়। তবে অনেকেই এখনো জানেন না যে, তাদের নামে থাকা মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। আমরা চাই জনগণ যেন জানতে পারে- এই মামলা আর নেই, তারা মুক্ত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আদালতের স্পেশাল পিপি জাকির হোসেন, অতিরিক্ত পিপি খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাড. আনোয়ার হোসেন, অ্যাড. মোহাম্মদ আলী, অ্যাড. এপিপি আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. মেহেদী হাসান মিলন এবং অ্যাড. মোস্তাফিজুর রহমান মিলন। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পঞ্চগড়ে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, মুক্তি পেল ৩ হাজারের বেশি আসামি

আপডেট সময় :

বিগত সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় অভিযুক্ত প্রায় ৩ হাজারেরও বেশি আসামি এখন মুক্ত হয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি চত্বরে পাবলিক প্রসিকিউটরের (পিপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পঞ্চগড় জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফি।
এ সময় তিনি বলেন, “জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগ, পুলিশ বিভাগ এবং সরকারের আন্তরিকতায় রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আইন মন্ত্রণালয়ের সহযোগীতায় এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন হাজারো মানুষ।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আদম সূফি আরও বলেন, “বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এইসব মামলা দায়ের করা হয়। এসব মামলা দিয়ে হাজার হাজার মানুষকে বছরের পর বছর হয়রানি করা হয়েছে। যার মধ্যে অন্যতম মামলা হিসেবে ছিল, বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করে বিএনপি নেতা আরিফিনকে হত্যার পরেও তৎকালীন সরকারের পক্ষ থেকে মিথ্যা মামলা দায়ের করা।”
সরকার পরিবর্তনের পর গত সাত-আট মাসের মধ্যে বিভিন্ন আদালতে এসব মামলা একে একে নিষ্পত্তি হয়। তবে অনেকেই এখনো জানেন না যে, তাদের নামে থাকা মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। আমরা চাই জনগণ যেন জানতে পারে- এই মামলা আর নেই, তারা মুক্ত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আদালতের স্পেশাল পিপি জাকির হোসেন, অতিরিক্ত পিপি খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাড. আনোয়ার হোসেন, অ্যাড. মোহাম্মদ আলী, অ্যাড. এপিপি আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. মেহেদী হাসান মিলন এবং অ্যাড. মোস্তাফিজুর রহমান মিলন। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।