পটুয়াখালীতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (Proportional Representation – PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আজ সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি পটুয়াখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য জেলার মতো পটুয়াখালীতেও শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া। উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী ও সমর্থক। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জনগণের ভোটের সঠিক মূল্যায়ন হয় না। সামান্য ভোটের ব্যবধানেও বড় দলগুলো অতিরিক্ত আসন পেয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যা জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটায় না।
বক্তারা আরও বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে—
সব দলের সমানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, সংসদে জনগণের আসল মতামত প্রতিফলিত হবে, ভোটের অপচয় রোধ হবে এবং ছোট রাজনৈতিক দলগুলোরও সংসদে প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা মনে করেন, এ পদ্ধতি বাস্তবায়ন হলে দেশে একটি জবাবদিহিমূলক, শক্তিশালী ও অংশগ্রহণমূলক সংসদ গঠিত হবে। তারা সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান— অবিলম্বে পিআর পদ্ধতি চালুর উদ্যোগ নিতে।
সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।


















