পদোন্নতির দাবিতে নিকলীতে শিক্ষকদের মানববন্ধন
- আপডেট সময় : ০২:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলীতে পদোন্নতির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ ও নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজনে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি খাইরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক সোহরাফ উদ্দিন শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসেন, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক বিপ্লব দেবনাথ, প্রধান শিক্ষক বিন কাশেম, প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সহকারি শিক্ষক আনোয়ার সাদাত, সহকারী প্রধান শিক্ষক মোছাঃ শান্তা, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক ফাইজুল কবির,প্রধান শিক্ষক আসাদুজ্জামান সেলিম, উপজেলা সকল স্কুলের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।