সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ২২ মার্চ শনিবার সকাল ১০টায় পলাশবাড়ী এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫৪০ জন অসহায় ও দুস্থদের হাতে ভিজিএফের চাল চাল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার।
পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে ১৫.৪০০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। ৯টি ওয়ার্ডের মোট ১৫৪০ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভুট্টা, পৌর নির্বাহী কর্মকর্তা মুনছুর আলী, পৌরসভা সহকারী প্রকৌশলী মর্তুজা এলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান সহ পৌরসভার সকল কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় পৌর প্রশাসক বলেন পৌরসভার আওতায় ৯টি ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে সুষ্ঠ সুন্দর পরিবেশে সুশৃঙ্খল ভাবে তালিকা অনুযায়ী ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।