সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ী পৌরসভায় সিসিটিভি উপহার দিলেন জেলা প্রশাসক
শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি
- আপডেট সময় : ২৪৮ বার পড়া হয়েছে
আসন্ন ঈদ ও ঈদ পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ নিজ খরচে পলাশবাড়ী পৌরবাসীর জন্য ২৬টি সিসিটিভি উপহার দিয়েছেন। পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে সিসিটিভি ক্যামেরা গুলো স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পলাশবাড়ী পৌর প্রশাসন।
২৪ মার্চ সোমবার পৌর এলাকার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এইসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। এই ব্যাপারে তার সাথে কথা হলে তিনি জানান, জেলা প্রশাসক মহোদয় পৌরবাসীর কথা চিন্তা করে নিজ অর্থায়নে সিসিটিভি গুলো পলাশবাড়ী পৌরসভাকে উপহার দিয়েছেন। আমরা সেই ক্যামেরাগুলো সরকারি খরচে স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছি। আসন্ন ঈদ এবং ঈদ পরবর্তী নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সিসিটিভি ফুটেজ গুলো অনেকটা কাজে লাগবে বলেও তিনি জানান।



















