পলিথিনের দৌরাত্ম্যও পাটের ব্যাগে অনীহা

- আপডেট সময় : ১০:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
২০১০ সালে প্রণয়ন করা হয় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন। কিন্তু যথাযথ প্রয়োগ না থাকায় এসব পণ্য মোড়কজাত করা হচ্ছে প্লাস্টিকের ব্যাগেই। চাল, ডাল, চিনি, পেঁয়াজ, আদা, রসুনসহ ১৯ টি পণ্য এবং পোল্ট্রি ও ফিশ ফিডে পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত হচ্ছে না
১৫ বছর পার হলেও এখনো মানা হচ্ছে না পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন। এখনো ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর পলিথিন ব্যাগ। ব্যবসায়ীদের দাবি, সহজলভ্য না হওয়া ও বেশি দামের কারণে পাটের ব্যাগ ব্যবহার করা যাচ্ছে না। আইন প্রয়োগে দুর্বলতা থাকলেও পাটের ব্যবহার বাড়াতে বরাবরের মতোই আশ্বাস দিচ্ছে মন্ত্রণালয়।
পাট শিল্পের স্বার্থ রক্ষা ও ক্ষতিকর প্লাস্টিক ব্যাগের ব্যবহার সীমিত করতে ২০১০ সালে প্রণয়ন করা হয় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন। কিন্তু যথাযথ প্রয়োগ না থাকায় এসব পণ্য মোড়কজাত করা হচ্ছে প্লাস্টিকের ব্যাগেই। চাল, ডাল, চিনি, পেঁয়াজ, আদা, রসুনসহ ১৯ টি পণ্য এবং পোল্ট্রি ও ফিশ ফিডে পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত হচ্ছে না। আমদানির বেশির ভাগ পণ্য আসছে প্লাস্টিকের ব্যাগে। আবার দেশীয় পণ্যও বাজারজাত হচ্ছে পাটের ব্যাগ ছাড়াই। দেশের বড় ভোগ্যপণ্যের প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক ব্যবহার করছে বেশি। আইনের বাধ্যবাধকতার কথা প্রায় ভুলেই গেছেন ক্রেতা বিক্রেতারা।
পাটের ব্যাগ ব্যবহারে অনীহার জন্য সরকারি সংস্থাগুলোর নিষ্ক্রিয়তাকে দুষছেন এ খাতের উদ্যোক্তারা। এসএমই ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল করিম মুন্না বলেন, ‘এখাতে কিছুটা খরচ বেশি হলেও আমি মনে করি সকলের সম্মিলিত প্রয়াসে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তত একটা রক্ষাকারী উপায় বের হবে। পাটের ব্যাগ যথাযথভাবে ব্যবহার না হওয়ার কথা স্বীকার করছেন মন্ত্রণালয়ের সচিবও। নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যের ব্যাগ সরবরাহ নিশ্চিতে উদ্যোগ নিচ্ছে বলেও দাবি তাঁর।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, সবকিছুর একটা চ্যালেঞ্জ থাকে। এক কথায় হচ্ছে, এর ওপর জোর দেওয়া সম্ভব না। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করলে এক বছরের কারাদ-, সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দ-ে দ-িত করার বিধান রয়েছে।
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়ার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করবো। গত ১৯ এপ্রিল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় সংক্রান্ত সেমিনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতা তৈরির জন্য প্রচার কার্যক্রম চালানো হবে। পাটের ব্যাগ তৈরির সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। টেকসই ব্যবস্থার জন্য জেডিপিসি, এসএমইএফ, জয়িতা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।
উপদেষ্টা বলেন, প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার আমাদের নিজেদেরই বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, প্লাস্টিকের বিকল্প নেই- এই ধারণা ঠিক নয়। সরকারের সব উদ্যোগ রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, ঢাকা নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউনিডোর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান। উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দ দূষণমুক্ত ঘোষণা করার আহ্বান জানান।