পাইকগাছার গড়ইখালী কলেজের অভিভাবক প্রতিনিধি পদের নির্বাচন সম্পন্ন

- আপডেট সময় : ১০:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
পাইকগাছার গড়ইখালী শহীদ আয়ুব ও মূসা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে অভিভাবক সদস্য পদে জাহাঙ্গীর, ইমামুল ও শাহাবুদ্দীন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯ টা হতে বেলা ২ পর্যন্ত শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৪৪ ভোটারের মধ্যে ২৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ছয় জন প্রার্থি ছিলেন। নির্বাচনে ১৭৩ ভোট পেয়ে মোঃ জাহাঙ্গীর আলম সরদার প্রথম, ১৩৮ ভোট পেয়ে গাজী মোঃ ইমামুল হক দ্বিতীয় ও ১৩৬ ভোট পেয়ে সাবেক ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দীন গাইন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আব্দুল হামিদ গাইন ১১৮ ভোট, নিত্যানন্দ মন্ডল ১১২ ও মনি মোহন মন্ডল ৯৭ ভোট পেয়ে পরাজিত হন। ভোটে রিটার্নিং কর্মকর্তা ছিলেন সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম শেখ। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন কলেজের সহকারী অধ্যাপক পিযুষ কান্তি ঘোষ ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন প্রভাষক জিএম জায়েদুল ইসলাম।