পাইকগাছার হরিঢালীতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাইকগাছা উপজেলা শাখার হরিঢালী ইউনিয়নের সকল ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গতকাল শুক্রবার বিকেলে তিনটার সময় হরিদাসকাটি প্রাথমিক বিদ্যালয়ে ১,৩,৪ নং ওয়ার্ডের ও বিকেল পাঁচ ঘটিকার সময় উত্তর সলুয়া আব্দুল হাই সিদ্দিকী দাখিল মাদ্রাসায় ৫,৮,৯ নং ওয়ার্ড নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিঢালী ইউনিয়নের আহ্বায়ক মিনারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব বাকী বিল্লাহ বকুল এবং ইকবাল হোসেন এর সঞ্চালনাদ্বয় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যোগেশ্বর সানা কার্তিক বিশেষ অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নআহবায়ক ইউনুস আলী মোল্ল্যা, সামিম জোয়াদ্দার,রাজীব নেওয়াজ,বিশ্বজিৎ কুমার সাধু, সদস্য আল মামুন, কপিলমুনি ইউনিয়নের আহবায়ক শফিয়ার রহমান, চাঁদখালী ইউনিয়নের ফারুক হোসেন, হরিঢালী ইউনিয়নের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, আব্দুল মমিন গাজী,বিল্লাল হোসেন, পরেশ দত্ত প্রমূখ।