সংবাদ শিরোনাম ::
পাইকগাছা ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স
আব্দুল মজিদ, পাইকগাছা প্রতিনিধি
- আপডেট সময় : ২২৭ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 39;
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত কনফারেন্সে মেলার সার্বিক বিষয় তুলে ধরে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আলম শামীম বলেন,২৫-২৭ মে ২০২৫ ৩ দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন মেলার মাধ্যমে সর্ব সাধারণকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিসেবা স্টলে অনলাইন রেজিষ্টেশন, বিভিন্ন আবেদন আপলোড ও কর তাৎক্ষনিক প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবারাহ করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন সহ উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা, সেবাপ্রার্থীগণের ভূমি বিষয়ক অভিযোগ শুনানী, রেকর্ড ও সমাধানের উদ্যোগ, জনসচেতনতায় লিফলেট ও বুকলেট বিতরনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে। এবং দালালমুক্ত রাখা হবে।



















