পাকুন্দিয়া ইয়াবাসহ তিনজন গ্রেফতার

- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাদকব্যবসায়ী সুমন মিয়া (৩৬)সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের শফিপুর মধ্য পাড়া জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুজনের সহোদর ভাই হাপাসিয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৩৬), একই উপজেলার টানলক্ষিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩০) এবং ময়মনসিংহের পাগলা থানার যাত্রাসিদ্ধি গ্রামের মোহাম্মদ খাঁ’র ছেলে দুলাল মিয়া (৩৫)।
প্রেসবিজ্ঞপ্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার জানান, বিক্রির উদ্দেশ্যে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরবর্তীতের তাদের আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে।