সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় ইবাদুল ইয়াবাসহ আটক

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
পাটকেলঘাটা ওভারব্রিজের উপর থেকে ৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ ইবাদুল গাজী (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক এবাদুল গাজী পাটকেলঘাটা যুগিপুকুরিয়া গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে। তিনি একাধিক মাদক মামলার আসামি বলে জানা গেছে।
গতকাল সোমবার সন্ধায় ইবাদুল গাজী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওভারব্রিজের উপর ক্রেতার অপেক্ষায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ওভার ব্রিজের ওপর থেকে তাকে পেয়ে তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় যার নং: ৮ তারিখ ১৯/২০২৫। মঙ্গলবার তাকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।