পাটকেলঘাটায় গৃহবধুর হাতে শাশুড়ী খুন

- আপডেট সময় : ৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পাটকেলঘাটা তৈলকুপী গ্রামের, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দজ্জাল বৌমা সাবিরা খাতুনের দেশীয় অস্ত্রের আঘাতে শাশুড়ী বৃদ্ধা ভানু বিবি (৮০) খুন হবার এক খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৌমাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মামলার বিবরণে জানা গেছে তৈলকুপি গ্রামের হাবিবুর সরদারের মাতা ভানু বিবি বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেনা। গত বুধবার রাত ৮টার দিকে শাশুড়ী ভানু বিবি মলত্যাগ করে তার দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ও দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে বৌমা, তার শাশুড়ী ভানু বিবিকে টেনে গোয়াল ঘরে নিয়ে রাখে। এতে শাশুড়ী প্রতিবাদ করলে বৌমা সাবিরা খাতুন (৪০) ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্রদিয়ে বৃদ্ধা শাশুড়ীকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে যখম করে। ছেলে হাবিবুর খবর পেয়ে বাজার থেকে দ্রুত এসে তাকে সাতক্ষীরার একটি হাপাতালে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় বৃহস্পতি বার সকাল ৯ টার দিকে ভানু বিবি মারা যান। এ ঘটনায় বড় ছেলে কবীর আহমেদ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ০১, তারিখ ০৫/০৯/২০২৫। এদিকে বৌমা সাবিরা খাতুন কে পুলিশ গ্রেফতারকরে জেল হাজতে পাঠিয়েছে।