ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পাটকেলঘাটায় রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা দেখার কেও নেই

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
  • আপডেট সময় : ১৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাস্তা ঘাটের জরাজীর্ণ অবস্থা। ইটগুলি কাত চিৎ হয়ে রয়েছে। সেই সাথে বড় বড় গর্ত। ছোট যান মটরসাইকেল, বাই সাইকেল মহেন্দ্র মটরভ্যানগুলি এদের চলাচল করতে হয় কস্টের মধ্যে। তারপরও তাদের গন্তব্য স্থানে যেতে হয়।
পাটকেলঘাটা পশ্চিম পাড়া পিচের মোড় থেকে বাইগুনি গ্রামের ময়দার মিল। প্রাথমিক বিদ্যালয়, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমানের বাড়ী হয়ে ঈদগাঁহের গা ঘেসে বাইগুনি পশ্চিম পাড়া বিশ্বরোড মুখ পর্যন্ত দেড় কি: মি: রাস্তা, এদিকে শাঁকদহ বিশ্বরোডের মুখ থেকে প্রাথমিক বিদ্যালয় হবির মোড়, পশ্চিম পাড়া জামে মসজিদ হয়ে ৪ রাস্তা ফুলতলা মোড় পর্যন্ত ১ কি: মি:। ৫নং ওয়ার্ডে আড়াই কিলোমিটার রাস্তা পূর্বে কাঁদামাটি ছিল। ২০১০ সালের দিকে সাবেক ইউপি সদস্য হাটি হাটি পা পা করে ৪নং ইট দিয়ে কোন রকমে ১ কি: মি: ইটের সলিং এর রাস্তা সংস্কার করে। ১৫ বছর ধরে এই রাস্তার দিকে ইউপি চেয়ারম্যান ও মেম্বার কেও ফিরে তাকায়নি। সম্প্রতি এই রাস্তার কোন কোন স্থানে ইট নেই, মাটি দেখা যায়। বর্ষা হলে এসব স্থানে হয় কাঁদা। ওয়ার্ড বাসী কোন মালামাল পাটকেলঘাটা বাজারে আনানেওয়া করতে গেলে কোন যানবাহন চালকরা রাস্তার কারনে আসতে চাইনা। নির্বাচনের সময় আসলে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ভোট নেওয়ার জন্য ভোটারদের ওয়াদা দিয়ে আসে আমাকে ক্ষমতায় বসালে বিশাল বড় পিচের রাস্তার আশ্বাস দিয়ে যায়। ভোটের পর আর কাওকে দেখা মেলেনা। এ বিষয়ে শাঁকদহ গ্রামের ঘের ব্যবসায়ী মোঃ সবুজ মোড়লের কাছে রাস্তার বিষয়ে জানতে চাইলে বলেন, এবার নির্বাচনের পূর্বে এই রাস্তা সংস্কার না করে দিলে কোন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের এই ৫নং ওয়ার্ডে ঢুকতে দেওয়া হবেনা। এ ব্যাপারে ৫নং ইউপি সদস্য শেখ জামসেদ আলীর কাছে রাস্তা সংস্কারের কথা জানতে চাইলে বলেন, উপর মহলে ছুটোছুটি করছি। বাজেট আসলে সংস্কার করে দেবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাটকেলঘাটায় রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা দেখার কেও নেই

আপডেট সময় :

সাতক্ষীরার পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাস্তা ঘাটের জরাজীর্ণ অবস্থা। ইটগুলি কাত চিৎ হয়ে রয়েছে। সেই সাথে বড় বড় গর্ত। ছোট যান মটরসাইকেল, বাই সাইকেল মহেন্দ্র মটরভ্যানগুলি এদের চলাচল করতে হয় কস্টের মধ্যে। তারপরও তাদের গন্তব্য স্থানে যেতে হয়।
পাটকেলঘাটা পশ্চিম পাড়া পিচের মোড় থেকে বাইগুনি গ্রামের ময়দার মিল। প্রাথমিক বিদ্যালয়, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমানের বাড়ী হয়ে ঈদগাঁহের গা ঘেসে বাইগুনি পশ্চিম পাড়া বিশ্বরোড মুখ পর্যন্ত দেড় কি: মি: রাস্তা, এদিকে শাঁকদহ বিশ্বরোডের মুখ থেকে প্রাথমিক বিদ্যালয় হবির মোড়, পশ্চিম পাড়া জামে মসজিদ হয়ে ৪ রাস্তা ফুলতলা মোড় পর্যন্ত ১ কি: মি:। ৫নং ওয়ার্ডে আড়াই কিলোমিটার রাস্তা পূর্বে কাঁদামাটি ছিল। ২০১০ সালের দিকে সাবেক ইউপি সদস্য হাটি হাটি পা পা করে ৪নং ইট দিয়ে কোন রকমে ১ কি: মি: ইটের সলিং এর রাস্তা সংস্কার করে। ১৫ বছর ধরে এই রাস্তার দিকে ইউপি চেয়ারম্যান ও মেম্বার কেও ফিরে তাকায়নি। সম্প্রতি এই রাস্তার কোন কোন স্থানে ইট নেই, মাটি দেখা যায়। বর্ষা হলে এসব স্থানে হয় কাঁদা। ওয়ার্ড বাসী কোন মালামাল পাটকেলঘাটা বাজারে আনানেওয়া করতে গেলে কোন যানবাহন চালকরা রাস্তার কারনে আসতে চাইনা। নির্বাচনের সময় আসলে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ভোট নেওয়ার জন্য ভোটারদের ওয়াদা দিয়ে আসে আমাকে ক্ষমতায় বসালে বিশাল বড় পিচের রাস্তার আশ্বাস দিয়ে যায়। ভোটের পর আর কাওকে দেখা মেলেনা। এ বিষয়ে শাঁকদহ গ্রামের ঘের ব্যবসায়ী মোঃ সবুজ মোড়লের কাছে রাস্তার বিষয়ে জানতে চাইলে বলেন, এবার নির্বাচনের পূর্বে এই রাস্তা সংস্কার না করে দিলে কোন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের এই ৫নং ওয়ার্ডে ঢুকতে দেওয়া হবেনা। এ ব্যাপারে ৫নং ইউপি সদস্য শেখ জামসেদ আলীর কাছে রাস্তা সংস্কারের কথা জানতে চাইলে বলেন, উপর মহলে ছুটোছুটি করছি। বাজেট আসলে সংস্কার করে দেবো।