পাথরঘাটায় হরিণের মাথাসহ মাংস উদ্ধার
- আপডেট সময় : ২১৪ বার পড়া হয়েছে
বরগুনায় গভীর রাতে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার বরগুনার পাথরঘাটায় গভীর রাতে ৪০ কেজি হরিণের মাংস ও দুটি মাথা উদ্ধার করেছে নৌ পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চরদুয়ানী নৌ পুলিশ এ অভিযান চালায়।
চরদুয়ানী নৌ পুলিশ জানায়, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদীর পাড়ে নাপতার খাল এলাকায় হরিণের মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল চোরাকারবারিরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাংস ফেলে পালিয়ে যায়। পরে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হলে তাঁদের উপস্থিতিতে উদ্ধার হওয়া মাংসে কেরোসিন ঢেলে ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়।
চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়। চোরাকারবারিরা সুন্দরবনের পশ্চিম পাড় থেকে হরিণ শিকার করে মাংস আনার পর আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
স্থানীয় প্রশাসন বলছে, অবৈধভাবে হরিণ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।





















