পীরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক লাঞ্ছিত
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহে যাওয়া এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ সময় তাঁর মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার পৌর শহরের বিভিন্ন স্থানে ছাত্রদলের দুই পক্ষ সংঘর্ষের ঘটনা ঘটে। মেয়েবন্ধু নিয়ে চলমান বিরোধের জেরে এই সংঘর্ষ হয়। এতে অন্তত নয় জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন। তিনি জানান, “রোববার সন্ধ্যায় পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে আমি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় যুবদলের লিয়নসহ কয়েকজন আমাকে ঘিরে ধরে আমার মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করে।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁরা অবিলম্বে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা আব্দুল হালিম খান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে, তবে পুনরায় অঘটন এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর টহল চলছে।”
সংঘর্ষ ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


















