পৌনে ২কিমি পাকার অভাবে কাজে আসছে না ১৭ কিমি পাকা সড়ক
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় পৌনে ২ কিঃমঃ সড়ক পাকার অভাবে কাজে আসছে না ১৭কিঃমিঃ পাকা সড়ক।
জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার কাচারি ঘাট হইতে তারাকান্দা উপজেলার বাগুন্দা মোড় পযন্ত
সড়কের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের শিকারপুর হইতে কাকনি ইউনিয়নের পঙ্গুয়াই পর্যন্ত ১৭ কিঃমিঃ সড়ক পাকা হলেও পঙ্গুয়ায় হইতে পানিহরি পর্যন্ত পৌণে ২ কিঃমিঃ পাকা না হওয়া কাজে আসছে না ১৭ কিলোমিটার সড়ক। পৌনে ২ কিলোমিটার সড়ক পাকা হলে ফুলপুর হইতে ময়মনসিংহ শহরের যোগাযোগ ১৫ কিঃমিঃ কবে আসবে। এবং তারাকান্দা মহাসড়কে যানজট কমবে। সময় ও খরচ দুটোই বাচবে। অটো সিএনজি সহ হালকা যানবাহন যাতায়াত বাড়বে এবং ফুলপুর তারাকান্দা উপজেলার মানুষের উৎপাদিত কৃষি পণ্য সহজেই কম খরচে শহরে পৌঁছাতে পারবে । বালিখা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম দুদু জানান, সম্প্রীতি এলজিডি সচিব ময়মনসিংহে আগমন করলে উনার সাথে সার্কিট হাউজে মাঠে সাক্ষাৎ করে রাস্তাটি পাকা করণের দাবি করেন এ সড়কের পৌনে ২ কিঃমিঃ সড়ক পাকা করনের জন্য নির্বাহী প্রকৌশলী ময়মনসিংহ কে নির্দেশ দেন।




















