প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বদলে গেছে কক্সবাজার
- আপডেট সময় : ০৮:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বদলে গেছে পর্যটন নগরী কক্সবাজার। খেলাধূলা থেকে শুরু করে আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটক বেড়েছে কক্সবাজারে। উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল।
শুক্রবার (৫ এপ্রিল) কক্সবাজারের এসএস সম্রাট কনভেনশন হলেইফতার মাহফিলে একথা বলেন। এসময় রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টোর পক্ষে ভোট চান তিনি।
জেলা আওয়ামীলীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল আলম, রামু সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হক।
এছাড়াও কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গনি, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান মুন্নী প্রমুখ।