প্রবাসীদের জন্য কুয়েতে চাকরির সুযোগ
- আপডেট সময় : ০৪:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ৫৩৭ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশ কুয়েতের মিউনিসিপ্যালিটি বিভাগের নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরি পেতে স্থানীয় নাগরিক এবং প্রবাসী উভয়েরই আবেদন করার সুযোগ রয়েছে।
বার্ষিক বাজেট প্রকাশ করে শূন্যপদগুলোতে কর্মী নিয়োগের কথা জানায় মিউনিসিপ্যালিটি বিভাগ। তাতে বলা হয়, বর্তমানে ১ হাজার ৯০টি পদ খালি রয়েছে। তার মধ্যে ৩৬টি পদ হলো অন্ত্যেষ্টিক্রিয়া বিভাগে। এই ৩৬টি পদে কেবলমাত্র প্রবাসীদের নেওয়া হবে। তাদের কাজ হবে মরদেহ গোসল করানো। পাশাপাশি মরদেহবাহী গাড়ির ২৫ জন চালক নিযোগ দেওয়া হবে।
কুয়েত মিউনিসিপ্যালিটি বিভাগের নতুন বাজেট শুরু হবে ২০২৪ সালের এপ্রিল থেকে। চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৯০ মিলিয়ন কুয়েতি দিনার। যা বর্তমান বাজেটের তুলনায় ৯ মিলিয়ন দিনার বেশি।
কুয়েতে বিভিন্ন সরকারি বিভাগে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জন ব্যক্তি কর্মরত রয়েছেন। যার মধ্যে প্রবাসীর সংখ্যা প্রায় ২৩ শতাংশ। গালফভুক্ত দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ। দেশটির সর্বশেষ জরিপ অনুযায়ী, কুয়েতে বর্তমানে ৪৬ লাখ মানুষ বাস করেন। যারমধ্যে ৩২ লাখই প্রবাসী।
দেশটিতে সাধারণত প্রশাসনিক পদগুলো শুধুমাত্র কুয়েতিদের জন্য নির্দিষ্ট থাকে।