ফকির বাজার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা উভয় পক্ষের ৭ জন আহত

- আপডেট সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখা বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের উপরে হামলার ঘটনায় চারজন আহত। সরেজমিনে এলাকায় গেলে জানা যায়, ফকিরাবাজারে শনিবার (১৫) ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার সময় জাহাঙ্গীর হোসেন (বটল) জাহাঙ্গীর হোসেনের দোকানে দুটি চা পার্সেল ওর্ডার দেন,দোকানে বেশী কাষ্টমার থাকায় চা দিতে অস্বীকার করিলে,প্রথমে জাহাঙ্গীর হোসেন ও তার বাবাকে গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে দাঁড়ালো ছুরি দিয়ে জাহাঙ্গীর হোসেন এর উপরে হামলা চালায়।
এতে জাহাঙ্গীর গুরুতর আহত হলে, তাকে বড়লেখার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জসীমউদ্দীন, জাকারিয়া আহমদ, খালেদ আহমদ, জাহাঙ্গীর হোসেন (বটল) পরে তার শ্বশুরবাড়ির লোকজন দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে, জাহাঙ্গীর হোসেন ও তার সাথে থাকা চার জনের উপরে হামলা চালায়, এতে উভয়পক্ষ সাতজন আহত হন। এ সময় বাজারের ব্যবসায়ীরা বলেন দূরত্ব এটা সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কায় রয়েছে। এসময় জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে নয় জনকে আসামি করে বড়লেখা থানায় অভিযোগ করেন।