ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ নিহত, আহতও ৩০ জন

- আপডেট সময় : ০১:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে সদর উপজেলার জোয়াইড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। এতে আহতও হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের বাকুন্ডা এলাকার শরীফ জুটমিলের সামনে দুর্ঘটনা ঘটে।
বিষয়টি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপরিদর্শক মো. মহসিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, মোকসেদপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের দিকে যাচ্ছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় ৪ জন। আহত হয় অন্তত ৩০ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে থেকে কয়েকজনকে উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, গাড়িটি দ্রুতগতির ছিল একই সাথে আরেকটি দ্রুত কোন যানকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।