সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৫ এর শুভ উদ্বোধন

শাহাবুল আলম, ফরিদপুর
- আপডেট সময় : ০৪:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদরে অভ্যন্তরীণ বোরো ধান,চাল ও গম সংগ্রহ ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার,১৩ মে সকাল ১০ টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি এর সভাপতি ইসরাত জাহান ফিতা কেটে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আফজাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অম্বিকাপুর এল এস ডি গ্রেড -১ সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা বিকাশ চন্দ্র,প্রবির কীর্তনীয়া ,স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা চালকল মিল মালিক সমিতির আহব্বায়ক বিপ্লব সাহা , বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকগণ সহ প্রমুখ।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আফজাল হোসেন জানান,”এ বছর ফরিদপুর জেলায় ৩৬ টাকা কেজি দরে ১৫৪১ মে.টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৭ হাজার ৭০৮ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। এ বিষয়ে চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা বিকাশ চন্দ্র জানান,”ধান ও গম সরাসরি কৃষকের নিকট থেকে আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন ভিত্তিতে কৃষকের অ্যাপস এর পাশাপাশি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকা প্রাপ্ত কৃষকের নিকট থেকে ক্রয় করা হবে। এছাড়া চুক্তিকৃত দুইটি মিল থেকে চাল ক্রয় করা হবে।”