ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৫৪৮ বার পড়া হয়েছে
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ১২ ফেব্রুয়ারি ,সোমবার সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খলিফা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ(একে আজাদ), বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, ইঞ্জিনিয়ার খন্দকার আফজাল হোসেন, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাফফর হোসেন প্রভাত কুমার বিশ্বাস, গুরুদাস সাহা, ফরিদপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল শেখ, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন সহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিবাবক বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন মানসম্মত শিক্ষা না হলে এখান থেকে ভালো কোন ছাত্রছাত্রী বেরিয়ে আসবে না।
এখানে নতুন চারতলা ভবন নির্মাণ করা হবে। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে। বিদ্যালয় টি ফরিদপুর জেলার মধ্যে শিক্ষা সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে। স্কুলটি যাতে দেশের মধ্যে অন্যতম স্কুলে পরিণত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্কুলের শিক্ষার্থীদের জন্য এক লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন , কূচকাওয়াজ এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩২ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়, এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে একটি করে খেলা অনুষ্ঠিত হয়।