ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ

- আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাবের কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান ফরিদপুর শহর এলাকার সদস্যদের নিয়ে সম্পন্ন হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ, ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক ফরিদপুর পত্রিকার সম্পাদক সাঈদ আলী হোসেন নান্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি এ্যাডভোকেট এ.কে আকিদুল ইসলাম ও ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌর নাগরিক সমিতির সহসভাপতি শেখ ফারুক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা, ফরিদপুর শাখার সভাপতি ও ফরিদপুর পৌর নাগরিক সমিতির সহসভাপতি এ.কে রফিকউদ্দিন আহমেদ, তিনি বলেন, ফরিদপুর জেলার পত্রিকার সম্পাদক ও সাংবাদিক ডিএফপি-র নির্দেশ লংঘন করে দাখিলকৃত বিল সরকারি রেটের চেয়ে বেশি করলে দুনীতির দায়ে দুদকের মামলায় জড়িয়ে পড়তে পারেন, যাতে এমনটা না হয় সেদিকে সতর্ক থাকা বাঞ্ছনীয়।
অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক গণমুক্তির ফরিদপুর প্রতিনিধি শাহাবুল আলম। এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক শওকত আলী শিকদার, দৈনিক আমার সংবাদ ও এস টিভির সদরপুর উপজেলা প্রতিনিধি মোঃ তোফাজ্জেল হোসেন, ডেইলী ইভিনিং নিউজের ফরিদপুর প্রতিনিধি কে.এম সাঈদ হাসান, দৈনিক ভোরের দর্পনের ফরিদপুর প্রতিনিধি মোঃ শেখ জাফর, দৈনিক জনবাণীর ফরিদপুর প্রতিনিধি আলী আকবর আকুল, দি এশিয়ান এজের ফরিদপুর প্রতিনিধি আসমা আক্তার, দৈনিক বাংলার দূতের ফরিদপুর প্রতিনিধি কাজী সাদাত মাহমুদ, দৈনিক ভোরের চেতনার ফরিদপুর প্রতিনিধি কবি এনায়েত হোসেন, দৈনিক স্বাধীন বাংলার ফরিদপুর প্রতিনিধি এ্যাডভোকেট শ.ম. জাফর, দৈনিক আমার বাঙলার ফরিদপুর প্রতিনিধি এ্যাডভোকেট আজিজুর রহমান বিকু।
উক্ত ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন প্রকাশের জন্য বিজ্ঞাপন নীতিমালা ২০০৮-এর গেজেট-প্রজ্ঞাপনের আলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক মহোদয় রাষ্ট্রিয় নির্দেশনা বাস্তবায়নে নিজে উদ্যোগী হয়ে তার স্বাক্ষরে ১০/০৫/২০২২ খ্রিষ্টাব্দে দেশের সকল সরকারি কার্যালয়ের কর্মকর্তাদের নিকট প্রেরিত পত্রে সরকারি বিজ্ঞাপন নীতিমালা মেনে চলার বিষয়টি স্মারণ করিয়ে দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এ্যাডভোকেট এ.কে আকিদুল ইসলাম সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করে সাংবাদিক ভাইবোনদেরকে এ পেশাসংশ্লিষ্ট সমস্যা ও তা নিরসনের দিকনির্দেশনা প্রদানকারী কর্তৃপক্ষ বাংলাদেশ “প্রেস কাউন্সিলের” দেয়া নীতিমালা মেনে চলার অনুরোধ রাখেন। তিনি আরো বলেন, সাংবাদিকতার মাধ্যমে দেশ তথা গণমানুষের সকল সমস্যা সরকারের গোচরে এনে এর সমাধানের পথ সুগম করার পরামর্শ দেয়া উচিৎ। তিনি আরো বলেন, সাংবাদিকতায় নিরপেক্ষতা বজায় রেখে সৎ, বস্তুনিষ্ঠ ও ন্যায়ের প্রতি অবিচল থেকে এবং রাষ্ট্রের (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিনস্থ ডিএফপি কর্তৃপক্ষের) দেয়া নীতিমালা মেনে পত্রিকা প্রকাশ ও বিজ্ঞাপন ছাপানোর বিকল্প নেই।
ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি শেখ ফারুক আহমেদ বলেন, আমরা পেশায় সাংবাদিক হলেও সমাজসচেতন মানুষও বটে। সামাজিক জীব হিসেবে সবার আত্মমর্যাদাবোধকে সবারই সম্মান দেখানো উচিৎ। আমরা সকলেই সততা ও আইনের প্রতি পূন শ্রদ্ধাশীল থাকলে আত্মমর্যাদা ও সামাজিক সম্মান দুইই বৃদ্ধি পাবে। এজন্য আসুন আমাদের সবার প্রাত্যহিক জীবনে ও পেশাগত সকল কর্মকান্ড সততানির্ভর হয়ে ও প্রচলিত আইনের প্রতি পরিপুর্ণ অনুগত থেকে জীবিকা নির্বাহ করি। ফরিদপুর জেলার যেসব পত্রিকা এখনও ডিএফপি-র বিজ্ঞাপন তালিকাভুক্ত হয়নি তাদের ও আমাদের সম্পাদিত দৈনিক পল্লব, দৈনিক ভুবনেশ্বর পত্রিকার মালিকদ্বয়ের উচিৎ ডিএফপি-র নিরীক্ষা-সনদ নিয়ে সরকারি বিজ্ঞাপন তালিকাভুক্ত হওয়া। এতে এ জেলার সকল পত্রিকাই সমহারে সরকারি বিজ্ঞাপন পাওয়ার সরকারি (ডিএফপি কর্তৃপক্ষের) স্বীকৃতি পাবে। সকল পত্রিকার মালিক ডিএফপি-র অডিট প্রক্রিয়ায় আগ্রহী হয়ে তা সম্পন্ন করলে সকলের সঙ্গে সকলের সৌহার্দ-সম্প্রীতি নষ্টের পরিবর্তে সুসম্পর্ক সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথি বলেন দেশে প্রচলিত সংবাদপত্র প্রকাশনা আইন ও এ পেশার জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের (তথ্য অধিদপ্তর, ডিএফপি, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও পিআইবি) নির্দেশনা মেনে বিজ্ঞাপন নেয়া, পত্রিকা প্রকাশ তথা পেশাগত দায়িত্ব পালনকালে দেশ ও জনকল্যাণমূলক তথ্য-উপাত্তনির্ভর সাংবাদিকতাকে মূখ্য ও অগ্রগণ্য ভেবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সৎ, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতা করতে এবং এর পাশাপাশি পত্রিকা প্রকাশের জন্য সরকারি (ডিএফপি-র) নিয়ম মেনে চলতে বিনীত অনুরোধ রাখেন।