ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ
- আপডেট সময় : ০৩:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে ইসরাইলের গণহত্রার বিরুদ্ধে দুনিয়ার বিভিন্ন দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে হাজারো মানুষ।
ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে ঢাকায় সেক্টর কমান্ডার ফোরামÑমুক্তিযুদ্ধ’৭১ ঢাকার কেন্দ্রিয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধাগণ ছাড়াও সমাজের বিভিন্ন অংশ থেকে বহু সংক্ষক মানুষ অংশগ্রহন করেন।
ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নূরুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু, বীর মুক্তিযোদ্ধা ডা. মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মির্জা মুজিবুর রহমান, অধ্যাপক ঝর্ণা রহমান, ডা. সারা বানু সূচি সহ অনেকে।
সমাবেশে ফিলিস্তিনি নারীশিশু ও নিরস্ত্র মানুষের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চালাবার অভিযোগে অবিলম্বে ইজরায়েলি প্রধানমন্ত্রী ও দেশটির সেনাবাহিনীর অভিযুক্ত সেনাপতিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করার জন্য আন্তর্জাতিক আদালতের প্রতি দাবি জানানো হয়।