ফুলপুরে দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব ও দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ বছর উপজেলার মোট ৪৬ টি পূজা মন্ডপে দুর্গাপূজার অনুষ্ঠান পালিত হবে। প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাদী, সেনাবাহিনীর (ফুলপুর-তারাকান্দা) সিনিয়র ওয়ারেন্ট অফিসার কারিমুল ইসলাম, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, উপজেলা জামাতের আমির গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা, হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, যুবদল নেতা একেএম আরিফুল হক প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকগণসহ বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।