ফুলপুরে বিএনপি নেতা তোফাজ্জল চেয়ারম্যান আর নেই

- আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ৬ নং পয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম তোফাজ্জল হক গতকাল সোমবার সকাল ৮ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম বইছে। সোমবার বাদ আসর ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে তার জানাজায় হাজারো মানুষের ঢল নামে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নানান পেশাজীবী মানুষ দলমত নির্বিশেষে জানাজায় শরিক হন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ফুলপুর পৌরসভার দিউ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুর সংবাদে বিভিন্ন মহল থেকে শোকবার্তা ও সমবেদনা জানানো হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও ফুলপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।