সংবাদ শিরোনাম ::
ফুলপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাবিল (১২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯ টায় উপজেলার পয়ারী ইউনিয়নের কালিবাড়ি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, শিশু নাবিল (১২) কালিবাড়ি এলাকার একটি রাইস মিল সংলগ্ন কড়ই গাছের ওপরে পাখির বাসা হতে বাচ্চা ধরতে গিয়ে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ তারের সাথে জড়িয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু নাবিল পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিল। সে উপজেলার খালসাইদ কোনা গ্রামের নাজমুল ইসলামের ছেলে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল রিপোর্টের পর নিহতের পরিবারের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হবে।