সংবাদ শিরোনাম ::
ফুলপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত

ফুলপুর, ময়মনসিংহ
- আপডেট সময় : ০১:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জন সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও ইত্তেফাকুল ওলামা ফুলপুর উপজেলা শাখার ব্যানারে বর্ণাঢ্য র্যালিটি ফুলপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে হোটেল, রেস্তরাঁ ও চা স্টলসহ সকল প্রকার খাবারের দোকান দিনের বেলায় বন্ধ রাখার আহ্বান জানান। এসময় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসা মোহতামিমসহ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।