ফুলপুরে রাস্তায় নিন্মমানের খোয়া ব্যবহারের অভিযোগ
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে নিন্মমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা পাকা করার কাজ চলছে। এই অনিয়মের কারণে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশল অফিস থেকে নিন্মমানের খোঁয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, এমআরআইডিপি’র আওতায় ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের সুতিয়া পয়ারী হতে তিতপুরগামী ৫শ’ মিটার রাস্তা পাকা করার জন্য ৬৮ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়নের জন্য মেসার্স রাফসান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। সরেজমিনে দেখা যায়, রাস্তা পাকা করার কাজে ব্যবহার করা হচ্ছে মাটিমিশ্রিত খুবই নিন্মমানের খোঁয়া। এতে রাস্তাটি কোনো কাজেই আসবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে ফুলপুর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন জানান, অভিযোগ পাওয়ার পর রাস্তাটি পরিদর্শন করে সত্যতা প্রমাণিত হওয়ায় নিন্মমানের খোঁয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।



















