ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ফুলপুরে শূন্যে ঝুলছে ব্রিজ, সরকারি টাকা গেল ভেস্তে

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে মেরামতের পরও তলার মাটি সরে গিয়ে শূন্যে ঝুলছে ব্রিজ। যে কোনো সময় ভেঙে গিয়ে প্রাণহানির মতো বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি নদী থেকে বের হওয়া খালের উপর ব্রিজটির অবস্থান। বিপজ্জনকভাবে ঝুলে থাকা এই ব্রিজটি ২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়। সম্প্রতি ব্রিজটি মেরামত করা হলেও পানির তোড়ে মাটি সরে গিয়ে আবারো ঝুলছে ব্রীজটি।
জানা যায়, ব্রিজটি নির্মাণের পর পরই নদীটি নতুন করে খনন করা হয়। অপরিকল্পিতভাবে খননের ফলে নদীটি আরো গভীর হয়ে যাওয়ায় ব্রিজের তলার পাটাতনের মাটি অনেকটাই সরে গিয়ে শূন্যতা সৃষ্টি হয়। এতে ব্রিজের দুই প্রান্তে অতিরিক্ত চাপ পড়ায় উভয় প্রান্তেই ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় ব্রিজটি যে কোন সময় ধসে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজের উপর দিয়েই চলছে হালকা যানবাহনসহ জনসাধারণের যাতায়াত। ব্রিজটির ব্যাপারে শীঘ্র ব্যবস্থা গ্রহণ করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিজের সংবাদটি ভাইরাল হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অর্থায়নে ১ লক্ষ ১৩ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি মেরামত করা হয়। মেরামতের কয়েকদিনের মধ্যে ঢলের পানির এক ধাক্কাতেই আবারো নিচের মাটি সরে গিয়ে ব্রিজটি আগের ঝুলন্ত অবস্থায় ফিরে আসে। একেবারে নিন্মমানের কাজের কারণেই এমন অবস্থা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত।
এ ব্যাপারে ছনধরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খানের সাথে কথা বললে তিনি জানান, যেহেতু মেরামত কাজটি ফলপ্রসু হয় নাই সেহেতু পিআইও অফিসের সাথে পরমার্শক্রমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে শূন্যে ঝুলছে ব্রিজ, সরকারি টাকা গেল ভেস্তে

আপডেট সময় :

ময়মনসিংহের ফুলপুরে মেরামতের পরও তলার মাটি সরে গিয়ে শূন্যে ঝুলছে ব্রিজ। যে কোনো সময় ভেঙে গিয়ে প্রাণহানির মতো বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি নদী থেকে বের হওয়া খালের উপর ব্রিজটির অবস্থান। বিপজ্জনকভাবে ঝুলে থাকা এই ব্রিজটি ২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়। সম্প্রতি ব্রিজটি মেরামত করা হলেও পানির তোড়ে মাটি সরে গিয়ে আবারো ঝুলছে ব্রীজটি।
জানা যায়, ব্রিজটি নির্মাণের পর পরই নদীটি নতুন করে খনন করা হয়। অপরিকল্পিতভাবে খননের ফলে নদীটি আরো গভীর হয়ে যাওয়ায় ব্রিজের তলার পাটাতনের মাটি অনেকটাই সরে গিয়ে শূন্যতা সৃষ্টি হয়। এতে ব্রিজের দুই প্রান্তে অতিরিক্ত চাপ পড়ায় উভয় প্রান্তেই ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় ব্রিজটি যে কোন সময় ধসে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজের উপর দিয়েই চলছে হালকা যানবাহনসহ জনসাধারণের যাতায়াত। ব্রিজটির ব্যাপারে শীঘ্র ব্যবস্থা গ্রহণ করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিজের সংবাদটি ভাইরাল হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অর্থায়নে ১ লক্ষ ১৩ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি মেরামত করা হয়। মেরামতের কয়েকদিনের মধ্যে ঢলের পানির এক ধাক্কাতেই আবারো নিচের মাটি সরে গিয়ে ব্রিজটি আগের ঝুলন্ত অবস্থায় ফিরে আসে। একেবারে নিন্মমানের কাজের কারণেই এমন অবস্থা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত।
এ ব্যাপারে ছনধরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খানের সাথে কথা বললে তিনি জানান, যেহেতু মেরামত কাজটি ফলপ্রসু হয় নাই সেহেতু পিআইও অফিসের সাথে পরমার্শক্রমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।