ফুলপুরে সাংবাদিক তরিকুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল
- আপডেট সময় : ১৫০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার আয়োজনে চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভার আমুয়াকান্দা প্রাইমারি স্কুল রোডস্থ হুফফাজুল কুরআন নূরীয়া মাদ্রাসায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ফুলপুর উপজেলা সভাপতি চ্যানেল এস প্রতিনিধি মিজানুর রহমান আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির মুকুল, নুরুল আমিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, মফিজুল ইসলাম অলি প্রমুখ। সংগঠনের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সহ-সভাপতি সেলিম রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, কোষাধক্ষ্য বিল্লাল হোসেন, সদস্য হাদিয়াতুল ইসলাম উমরিদ, মাহাদি হাসান শান্তসহ মাদ্রাসার শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ও মাদ্রাসা পরিচালক হাফেজ নূর হোসাইন তালুকদার।

















