ফুলপুর পৌরসভার নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

- আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার জনগণের অংশগ্রহণে পৌরসভার উন্নয়ন ও প্রকল্পগ্রহণ সংক্রান্ত নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক। এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাদি, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী একেএম সিরাজুল হক, ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সিনিয়র যুগ্ন আহ্বায়ক তোজাম্মেল হক রুবেল, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ফুলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনগণ, রাজনীতিবিদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত জনগণের কাছ থেকে লিখিত ও মৌখিকভাবে পৌর উন্নয়নমূলক কাজের ধারণা ও মতামত নেওয়া হয়েছে।