ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ফেনীতে পরশুরাম ফুলগাজীতে ভারী বর্ষনে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সোমবার সকাল ৯-০০ ঘটিকা হইতে ৩/৪ ঘন্টার দীর্ঘস্হায়ী ভারীবর্ষনে ফেনীর পরশুরামের পশ্চিমাঞ্চলের পশ্চিম অলকা , মির্জানগর ইউনিয়ন সহ পুর্বাংশের ইউনিয়ন সমুহের নিন্নান্চল সমুহে মুহুরী কহুয়া সিলোনিয়া সহ কালিদাস পাহালিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যাহা বিগত কয়েকদিন আগের বন্যায় চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিশাল বিশাল ভাঙ্গের সৃষ্টি করে গেছে সেই ভাঙ্গা অংশ দিয়ে অতি ও ভারী বর্ষনের ভারতীয় উজানের স্রোতশীন পানি তিব্রবেগে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে উক্ত ভাঙ্গন সমুহ দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত! ভাসিয়ে নিচ্ছে উক্ত এলাকা সমুহের নিঃষ মানুষের খোলা আকাশের নিচে রাখা প্রয়োজনীয় সামগ্রী । এছাড়াও সুএমতে প্রাপ্ত তথ্যে ফেনীর ফুলগাতীর দক্ষিণ বড়ইয়া ও দৌলতপুর সেতু বিগত কয়েকদিন আগের বন্যার ভাঙ্গনে রয়েছে বিশাল হুমকির মুখে যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে বলেও আশন্কা করা হচ্ছে । এনিয়ে স্হানীয় পএিকা সুমহ সংবাদ প্রকাশ করেছে । বিগত বন্যায় কোথাও কোথাও ভাঙ্গনের স্হান সাময়িক মেরামতের কাজ শুরু হলেও সেই সকল এলাকার ভাঙ্গন দিয়ে তীব্রবেগে উজানের পাহাড়ী ঢলের পানি ভেষে নিয়ে যাচ্ছে বাঁধ সংস্কারের উপকরণ সমুহ ।
বাংলাদেশের সরকারের বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে মাএ তিন ঘন্টায় পরশুরাম ও ফুলগাজীর সমতল ভুমির পানি ৩২,১ সেঃ মিঃ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে । আরও জানা গেছে বাংলাদেশের দক্ষিনে ভারতের এিপুরার ৩০কিঃ মিঃ উজানে মুহুরীর কালশী ব্যারেজ রয়েছে সেই উজান থেকে প্রায় ১৮ কিঃ মিঃ উপরে ভারতীয় অংশে যেখানে মুহুরীর উজানের পানি ষ্টোরেজ করে রাখা হয় সেখান হতেও অগনিত ক্যানেল বাংলাদেশে অংশের এতদ অঞ্চলের নদনদী সমুহের সাথে অগনিত ক্যানেলের মাধ্যমে ভারতূয় অংশ হইতে সংযুক্ত রয়েছে এই পানি সেখান হতেও ছেড়ে দেয়া হতে পারে বলে বিশিষ্ট মহল কতৃক আশংকা করা হচ্ছে ।
বাংলাদেশ সরকার জরুরী ভাবে এই তথ্য অনুসন্ধানের জন্য বানিজ্যিক হাই রেজুলেশনের স্যাটেলাইটের মাধ্যমে তা নির্নয়ের জরুরী উদ্যোগ নিতে পারে বলেও অভিজ্ঞ মহলের মতামত জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে পরশুরাম ফুলগাজীতে ভারী বর্ষনে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত

আপডেট সময় :

 

সোমবার সকাল ৯-০০ ঘটিকা হইতে ৩/৪ ঘন্টার দীর্ঘস্হায়ী ভারীবর্ষনে ফেনীর পরশুরামের পশ্চিমাঞ্চলের পশ্চিম অলকা , মির্জানগর ইউনিয়ন সহ পুর্বাংশের ইউনিয়ন সমুহের নিন্নান্চল সমুহে মুহুরী কহুয়া সিলোনিয়া সহ কালিদাস পাহালিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যাহা বিগত কয়েকদিন আগের বন্যায় চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিশাল বিশাল ভাঙ্গের সৃষ্টি করে গেছে সেই ভাঙ্গা অংশ দিয়ে অতি ও ভারী বর্ষনের ভারতীয় উজানের স্রোতশীন পানি তিব্রবেগে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে উক্ত ভাঙ্গন সমুহ দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত! ভাসিয়ে নিচ্ছে উক্ত এলাকা সমুহের নিঃষ মানুষের খোলা আকাশের নিচে রাখা প্রয়োজনীয় সামগ্রী । এছাড়াও সুএমতে প্রাপ্ত তথ্যে ফেনীর ফুলগাতীর দক্ষিণ বড়ইয়া ও দৌলতপুর সেতু বিগত কয়েকদিন আগের বন্যার ভাঙ্গনে রয়েছে বিশাল হুমকির মুখে যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে বলেও আশন্কা করা হচ্ছে । এনিয়ে স্হানীয় পএিকা সুমহ সংবাদ প্রকাশ করেছে । বিগত বন্যায় কোথাও কোথাও ভাঙ্গনের স্হান সাময়িক মেরামতের কাজ শুরু হলেও সেই সকল এলাকার ভাঙ্গন দিয়ে তীব্রবেগে উজানের পাহাড়ী ঢলের পানি ভেষে নিয়ে যাচ্ছে বাঁধ সংস্কারের উপকরণ সমুহ ।
বাংলাদেশের সরকারের বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে মাএ তিন ঘন্টায় পরশুরাম ও ফুলগাজীর সমতল ভুমির পানি ৩২,১ সেঃ মিঃ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে । আরও জানা গেছে বাংলাদেশের দক্ষিনে ভারতের এিপুরার ৩০কিঃ মিঃ উজানে মুহুরীর কালশী ব্যারেজ রয়েছে সেই উজান থেকে প্রায় ১৮ কিঃ মিঃ উপরে ভারতীয় অংশে যেখানে মুহুরীর উজানের পানি ষ্টোরেজ করে রাখা হয় সেখান হতেও অগনিত ক্যানেল বাংলাদেশে অংশের এতদ অঞ্চলের নদনদী সমুহের সাথে অগনিত ক্যানেলের মাধ্যমে ভারতূয় অংশ হইতে সংযুক্ত রয়েছে এই পানি সেখান হতেও ছেড়ে দেয়া হতে পারে বলে বিশিষ্ট মহল কতৃক আশংকা করা হচ্ছে ।
বাংলাদেশ সরকার জরুরী ভাবে এই তথ্য অনুসন্ধানের জন্য বানিজ্যিক হাই রেজুলেশনের স্যাটেলাইটের মাধ্যমে তা নির্নয়ের জরুরী উদ্যোগ নিতে পারে বলেও অভিজ্ঞ মহলের মতামত জানান।