ফেনীতে সাবেক চার সংসদ সদস্যসহ ২৬৪ জনের বিরুদ্ধে আরেকটি হত্যাচেষ্টা মামলা

- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
ফেনীতে পতিত স্বৈরাচারী সাবেক চার সাংসদ সদস্যসহ ২৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। ১৭ আগস্ট রবিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন স্থানীয় এক ব্যবসায়ী মো. জামাল উদ্দিন গাজী।
এজহার নামীয় আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শিরীন আখতারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু নেতা রয়েছেন।
মামলায় বাদীর অভিযোগে বলা হয়, গত ৪ই আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার অবস্থান কর্মসূচিতে যোগ দিলে আসামিরা অস্ত্রসহ হামলা চালায়। ওই সময় গুলিতে তিনি গুরুতর আহত হন। শরীরের বিভিন্ন স্থানে গুলি ও আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও তাঁকে মৃত ভেবে রেখে যায় হামলাকারীরা।
এ ঘটনায় বাদী প্রথমে ফেনী মডেল থানায় এজাহার দায়ের করলেও পুলিশ মামলা নিতে।গরিমসি করে মামলা নেয়নি বলে ব্যবসায়ী অভিযোগ করেন । পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত এই মামলা গ্রহন করেন।
আদালত মামলাটি গ্রহণ করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-কে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।