ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম ::

ফেনীর পরশুরামের বল্লামুখ বেড়ীবাঁধ কাঁটতে আসা ভারতীয় এক নাগরীক আটক

এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ১১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ঝুঁকিপূর্ণ বল্লামুখ বেড়িবাঁধ এলাকা থেকে এক ভারতীয় নাগরিকে আটক করেছে ফেনীর বিজিবি – ৪ ব্যাটালিয়ানের জওয়ানেরা  ফেনীর পরশুরামের বল্লামুখা বেড়িবাঁধ এলাকায় সন্দেহ  জনক এক ভারতীয় নাগরিক যার আনুমানিক বয়স  ২৫ কে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে সেখানকার স্থানীয় অধিবাসীরা ।
৩০মে, শুক্রবার রাত ১১ টার দিকে বেড়িবাঁধে তাকে দেখলে অপরিচিত এবং সে সেই এলাকার বসিন্দা নহে সেই সন্দেহ থেকে তাকে আটক করে স্হানীয় অধিবাসীরা তারপর তাকে আটক করে বিজিবির নিকট হস্তান্তর করা হয়। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে এই বেড়িবাঁধ নিয়ে দীর্ঘদিন বিজিবি -বিএসএফ’র মধ্যে বিরোধ সুদীর্ঘদিন যাবৎ  চলছে।
স্হানীয়দের ধারনা এই ভারতীয় নাগরিক ঝুঁকি পুর্ন বঁল্লামুখ  বেড়ীবাঁধ কাটতে এখানে আসতে পারে। উল্লেখিত ব্যাক্তির এখনো প্রাথমিকভাবে কোন নাম-পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি । এর আগে উক্ত এলাকায় ভারতীয় বিএসএফ উক্ত খালের নো মেনস ল্যান্ডে এস্ক্রেভেটরের মাধ্যমে খাল খননের প্রচেষ্টা গত ২৯শে মে বৃহষ্পতিবার বিজিবির  তীব্র বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়  ভারতীয় বিএসএফ ।
One attachment • Scanned by Gmail

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীর পরশুরামের বল্লামুখ বেড়ীবাঁধ কাঁটতে আসা ভারতীয় এক নাগরীক আটক

আপডেট সময় :
ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ঝুঁকিপূর্ণ বল্লামুখ বেড়িবাঁধ এলাকা থেকে এক ভারতীয় নাগরিকে আটক করেছে ফেনীর বিজিবি – ৪ ব্যাটালিয়ানের জওয়ানেরা  ফেনীর পরশুরামের বল্লামুখা বেড়িবাঁধ এলাকায় সন্দেহ  জনক এক ভারতীয় নাগরিক যার আনুমানিক বয়স  ২৫ কে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে সেখানকার স্থানীয় অধিবাসীরা ।
৩০মে, শুক্রবার রাত ১১ টার দিকে বেড়িবাঁধে তাকে দেখলে অপরিচিত এবং সে সেই এলাকার বসিন্দা নহে সেই সন্দেহ থেকে তাকে আটক করে স্হানীয় অধিবাসীরা তারপর তাকে আটক করে বিজিবির নিকট হস্তান্তর করা হয়। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে এই বেড়িবাঁধ নিয়ে দীর্ঘদিন বিজিবি -বিএসএফ’র মধ্যে বিরোধ সুদীর্ঘদিন যাবৎ  চলছে।
স্হানীয়দের ধারনা এই ভারতীয় নাগরিক ঝুঁকি পুর্ন বঁল্লামুখ  বেড়ীবাঁধ কাটতে এখানে আসতে পারে। উল্লেখিত ব্যাক্তির এখনো প্রাথমিকভাবে কোন নাম-পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি । এর আগে উক্ত এলাকায় ভারতীয় বিএসএফ উক্ত খালের নো মেনস ল্যান্ডে এস্ক্রেভেটরের মাধ্যমে খাল খননের প্রচেষ্টা গত ২৯শে মে বৃহষ্পতিবার বিজিবির  তীব্র বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়  ভারতীয় বিএসএফ ।
One attachment • Scanned by Gmail