ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

ফেনীর সোনাগাজীর কৃষকদের ভাগ্য খুলেছে তরমুজের বান্পার ফলন 

এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 ফেনীর দক্ষিণ পশ্চিমা উপকুল চর অঞ্চলীয় উপজেলা সোনাগাজীতর ৫ টি ইউনিয়নের ৭৫০ হেক্টরেরও অধিক জমিতে এই মওসুমে  তরমুজের বান্পার ফলনে তুরমুজ চাষীদের মুখে সফলতার হাসি । কৃষি বিভাগের তথ্য মতে ১০৫ কোটি টাকাও অধিক আয় হতে পারে । এই সকল জমিতে আগে আমন চাষ হতো। কিন্ত গত কয়েক বৎসর আগে কোন্পানী গন্জের কিছু কৃষক এখানে এসে তরমুজ চাষে মনোনিবেশ করলে তাদের ব্যাপক সফলতা এই অঞ্চলের কৃষকদের তরমুজ চাষে বিশাল উৎসাহ ও উদ্দীপনা যোগায় । এর বগে তারা জানতোনা কিভাবে তরমুজ চাষ করে । যদি কোন প্রকারের প্রকৃতিক দূর্যোগ না আসে তবে এবারেই কৃষক ব্যাপক লাভবান হবেন বলে কৃষি তথ্য অফিস সহ প্রত্যক্ষদর্শীরা অভিমত ব্যাক্ত করেছেন। এবং এখান থেকে প্রতিদিন ট্রাকে হাজার হাজার তরমুজ পাশ্ববর্তী জেলার ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে । যোগাযোগ ব্যবস্হা পরিবহন ব্যবস্হা সর্বপরি ঝুকি না থাকায় প্রতিদিন অগনিত ব্যবসায়ী সরাসরি ক্ষেতে গিয়ে নিজে দেখেশুনে দামদস্তুর করে মাল ক্রয় করতে পারায় ব্যবসায়ীরাও মাল ক্রয়ে আনন্দিত বলে জানা গেছে । এবং এটাও জানা গেছে এখানকার বেলে মাটির সাথে তরমুজ চাষের বিশাল উপযোগী হওযায় এখানকার তরমুজ গুলিও নাকি খুবই রসালো ও খুবই মিষ্টি হওযায় এর কাটতি খুব ভাল বলে ব্যবসায়ীরা অভিমত প্রকাশ করেছেন ।
কৃষি সন্প্রসারণ অধিদপ্তরের ফেনী জেলা কর্মকর্তা ও সোনাগাজী উপজেলার কর্মকর্তাগন চরচান্দিয়া সহ অন্যান্ন ইউনিয়নে মাঠ পর্যায়ে বৃস্তীর্ণ চর জুড়ে সরোজমিনে কৃষকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা জোগাচ্ছে এবং নানাহ ভাবে পরামর্শ দিচ্ছে যাতে কোন প্রকার কীটনাশক ব্যবহার ব্যাতীত  তারা অধিক ফলনশীলতায় লাভবান হতে পারেন বলে কৃষকেরা জানান । ওনারা আরও জানান ফেনীর দক্ষিণা চর অন্চলীয় এলাকা তরমুজ চাষের জন্য খুব বেশী উপযুক্ত ভুমি এখানের কৃষকেরা অধিক মেহনতী সেহেতু উপযুক্ত সাহায্য সহযোগিতা অর্থ এবং সঠিক তদারকি পেলে এ অঞ্চল তরমুজ চাষের সন্ভাবনা দুয়ার খুলে যাবে এখান থেকেই কৃষকেরা শত শত কোটি টাকার ফসল ফলিয়ে নিজের জীবন জীবিকা সহ ভাগ্য পরিবর্তন করতে পারবে যদি পরিবেশ প্রকৃতি সহায়ক হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীর সোনাগাজীর কৃষকদের ভাগ্য খুলেছে তরমুজের বান্পার ফলন 

আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
 ফেনীর দক্ষিণ পশ্চিমা উপকুল চর অঞ্চলীয় উপজেলা সোনাগাজীতর ৫ টি ইউনিয়নের ৭৫০ হেক্টরেরও অধিক জমিতে এই মওসুমে  তরমুজের বান্পার ফলনে তুরমুজ চাষীদের মুখে সফলতার হাসি । কৃষি বিভাগের তথ্য মতে ১০৫ কোটি টাকাও অধিক আয় হতে পারে । এই সকল জমিতে আগে আমন চাষ হতো। কিন্ত গত কয়েক বৎসর আগে কোন্পানী গন্জের কিছু কৃষক এখানে এসে তরমুজ চাষে মনোনিবেশ করলে তাদের ব্যাপক সফলতা এই অঞ্চলের কৃষকদের তরমুজ চাষে বিশাল উৎসাহ ও উদ্দীপনা যোগায় । এর বগে তারা জানতোনা কিভাবে তরমুজ চাষ করে । যদি কোন প্রকারের প্রকৃতিক দূর্যোগ না আসে তবে এবারেই কৃষক ব্যাপক লাভবান হবেন বলে কৃষি তথ্য অফিস সহ প্রত্যক্ষদর্শীরা অভিমত ব্যাক্ত করেছেন। এবং এখান থেকে প্রতিদিন ট্রাকে হাজার হাজার তরমুজ পাশ্ববর্তী জেলার ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে । যোগাযোগ ব্যবস্হা পরিবহন ব্যবস্হা সর্বপরি ঝুকি না থাকায় প্রতিদিন অগনিত ব্যবসায়ী সরাসরি ক্ষেতে গিয়ে নিজে দেখেশুনে দামদস্তুর করে মাল ক্রয় করতে পারায় ব্যবসায়ীরাও মাল ক্রয়ে আনন্দিত বলে জানা গেছে । এবং এটাও জানা গেছে এখানকার বেলে মাটির সাথে তরমুজ চাষের বিশাল উপযোগী হওযায় এখানকার তরমুজ গুলিও নাকি খুবই রসালো ও খুবই মিষ্টি হওযায় এর কাটতি খুব ভাল বলে ব্যবসায়ীরা অভিমত প্রকাশ করেছেন ।
কৃষি সন্প্রসারণ অধিদপ্তরের ফেনী জেলা কর্মকর্তা ও সোনাগাজী উপজেলার কর্মকর্তাগন চরচান্দিয়া সহ অন্যান্ন ইউনিয়নে মাঠ পর্যায়ে বৃস্তীর্ণ চর জুড়ে সরোজমিনে কৃষকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা জোগাচ্ছে এবং নানাহ ভাবে পরামর্শ দিচ্ছে যাতে কোন প্রকার কীটনাশক ব্যবহার ব্যাতীত  তারা অধিক ফলনশীলতায় লাভবান হতে পারেন বলে কৃষকেরা জানান । ওনারা আরও জানান ফেনীর দক্ষিণা চর অন্চলীয় এলাকা তরমুজ চাষের জন্য খুব বেশী উপযুক্ত ভুমি এখানের কৃষকেরা অধিক মেহনতী সেহেতু উপযুক্ত সাহায্য সহযোগিতা অর্থ এবং সঠিক তদারকি পেলে এ অঞ্চল তরমুজ চাষের সন্ভাবনা দুয়ার খুলে যাবে এখান থেকেই কৃষকেরা শত শত কোটি টাকার ফসল ফলিয়ে নিজের জীবন জীবিকা সহ ভাগ্য পরিবর্তন করতে পারবে যদি পরিবেশ প্রকৃতি সহায়ক হয়।