ফেনী সদর উপজেলার দুই ইটভাটাকে অর্থদণ্ড প্রদান

- আপডেট সময় : ০২:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
৩০শে জানুয়ারি -২০২৫ ইং বৃহস্পতিবার গোপনে সংবাদের ভিক্তিতে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সঙ্গীয় ফোর্স ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দুইটি ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করেন । এই সকল ব্রিক ফিল্ডের মালিকগন সরকারী আইন লংঘন করে ফসলি জমি থেকে টপসয়েল মাটিকেঁটে মাটি সংগ্রহ করছিল আভিযানিক মাটিকাটা প্রতিরোধে মোবাইল কোর্ট এর তথ্য প্রদেয় তথ্যমতে, ১, মদিনা ব্রিকস ও সোনালী ব্রিকস।
উল্লেখিত ইটভাটা সমুহ সরকারি নিয়ম নীতি ও আইন উপেক্ষা লঙ্ঘন করে ইট প্রস্তত করনের জন্য ফসলি জমির টপ সয়েল মাটি কেঁটে সংগ্রহে রত থাকা অবস্থায় আভিযানিক ভ্রাম্যমান আদালত কতৃক ধৃত হয় । সে কারণে প্রতিষ্ঠান দুইটির জন্য আলাদা আলাদা ২টি মামলাও রুজু হয়। ২০১৩ সনের ইটভাটা প্রস্তত ও ভাটা স্হাপন ( নিয়ন্ত্রণ) আইনের আওতায় ! এবং উক্ত দুইটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা করে দুইলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদার। তিনিই একমাএ ফেনীর ছয়টি উপজেলার প্রতিদিন এই ধরনের অপকর্ম ও অপরাধ রোধে চলমান অভিযান অব্যহত রেখেছেন। তবুও রোধ করা যাচ্ছে না এহেন অপরাধ সমুহ । কারন জনবল সংকট সহ নানাহ কারণে। তিনি গত ২৯শে জানুয়ারীও ফেনীর ফাজিলপুরের উত্তর শিবপুরে ফসলী জমির টপ সয়েল মাটি কেঁটে বিক্রির অপরাধে ৩০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আবুল কাসেম , পিতা- আবদুল হককে।
অভিযান সংক্রান্ত সত্যতা ও অর্থদন্ড আদায় সন্পর্কিত সত্যতা যাচাইযে সজীব তালুকদারের সাথে এই প্রতিনিধি যোগাযোগ করলে তিনি সত্যতা নিশ্চিত করে জানান, মাননীয় জেলা প্রশসকে নির্দেশে এবং ২০১৩ সালের ইটভাটা প্রস্তত , ভাটা স্হাপন (নিয়ন্ত্রণ আইনে আলোকে এবং ২০১০ সালের কৃষি জমির টপ সয়েল মাটি কাঁটা রোধে আমাদের অভিযান চলমান। এবং আগামীতেও অব্যহত থাকবে । তবে আমাদের জনবল সংকটে আমরা পর্যাপ্ত ও যথাযথ কর্যকরী তরিৎ ব্যবস্থা নিতে নিতে পারি না। এই প্রতিনিধি উক্ত ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদারকে সারাদিন উপজেলাব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা শেষে ও রাত ৯ টায় ওনার কার্যলয়ে ওনার ভুমি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অফিসিয়াল কাজে কর্মব্যস্ত থাকতে দেখা গেছে।