সংবাদ শিরোনাম ::
ফের নির্বাচিত পুতিনকে অভিনন্দন শেখ হাসিনা
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষে পুতিন ৮৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়ে ফের নির্বাচিত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শেখ হাসিনা এক বার্তায় পুতিনকে শুভেচ্ছা জানান।
এই নির্বাচনে পুতিনের কোনও শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। পশ্চিমারা এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নয় বলে সমালোচনা করেছে।