বকশীগঞ্জে জামায়াতের ইসলামীর রুকুন সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা পৌর সভার কোহিনুর আদর্শ দাখিল মাদরাসায় বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমির শফিকুল্লাহ, রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামালপুর-১( বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আইনজীবী এডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী ও জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার।পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদ ও৷ বকশীগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান রিশাদ। রুকন সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী এডঃ মোহাম্মদ নাজমুল হক সাঈদীকে বিজয়ী করার লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়। জনগণের মন জয় করতে নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সাথে সম্মেলনে আগামী নির্বাচনে পিআর পদ্ধতির গুরুত্ব নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে বার্তা দেওয়া হয়।