বগুড়ায় উদীচীর ওপর হামলা কিশোরগঞ্জে গানে গানে প্রতিবাদ কর্মসূচি পালিত
 
																
								
							
                                - আপডেট সময় : ১৪২ বার পড়া হয়েছে
বগুড়ায় উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশনের সময় তাদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে উদীচীর জেলা সংসদের উদ্যোগে গানে গানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। গতকাল শুক্রবার(১৬ মে) সকাল ১০টায় শহরের রঙমহল চত্বরে সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক বাবুল রেজার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর পরিবেশিত হয় গণসংগীত ও দেশাত্মবোধক গান। এতে অংশ নেন বেতার ও টেলিভিশন শিল্পী আকিল রহমান, সাখাওয়াত হোসেন খান, এ কে এম জসিমউদ্দিন হিরু, সুকান্ত ভট্টাচর্য্য, নিয়ামুল হক, হাবুবর রহমান হাবিব, আব্দুল কাদিল। তবলায় সহযোগিতা করেন সন্দ্বীপ। এসময় উপস্থিত ছিলেণ জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান, উদীচীর সহ-সভাপতি আবুল হাশেম, সদস্য নূরুন্নবী বাদল, ছড়াকার শাহজাহান কবীর, হোসেন আলী প্রমুখ।
 
																			


















