বজ্রপাতে ৫ জেলায় ৯ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৯:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
৫ জেলায় বজ্রপাতে ৯জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নাটোরে দুইজন, চাপাইনবাবগঞ্জে একজন, দিনাজপুরে একজন, নওগাঁয় তিন, চাঁপাইনবাবগঞ্জে তিন ও দিনাজপুরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (৭ জুন) বিকেল পর্যন্ত বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। আহত হয়েছেন পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাটোরের জেলার নলডাঙ্গা উপজেলার কোমরপুর গ্রামের বারনই নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মো. কামরুল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু এবং মো. মজনু (৪০) নামে একজন আহত হয়েছে।
অপর দিকে জেলার গুরুদাসপুরে বজ্রপাতে আবেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আলিডাঙ্গা গ্রামের বজ্রপাতে ববি বোকত (২২) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে। দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার দক্ষিণ পাকা গ্রামে নিজ বাড়ির আঙিনায় বৃষ্টির মধ্যে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই কবিতা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। জেলার ভোলাহাট উপজেলায় বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আমেনা খাতুন (১০) নামে আরেক শিশুর মৃত্যু হয়।
দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট এলাকায় বজ্রপাতে জুয়েল (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নওগাঁ জেলার মান্দা উপজেলার নাগরগোলা গ্রামে খাদেমুল (৫০) ও গাহন গ্রামে মনিকা (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াচ্ছিলেন খাদেমুল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া বাড়ির উঠানে ধানের খড় তোলার সময় বজ্রপাতে মনিকার মৃত্যু হয়।
একই উপজেলার ভোলাম গ্রামে বিকেলে ধান শুকানোর কাজ করছিলেন শামসুল আলম। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেলার বদলগাছী উপজেলার ঘাবনা গ্রামের মাঠে বিকেলে গবাদি পশুকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক ও হবিবুর রহমান নামে দুই ব্যক্তি। এ সময় বৃষ্টি শুরু হলে তারা সড়কের পাশে গাছের নিচে আশ্রয় নেন। তখন বজ্রপাতে গাছের ডাল পড়ে তারা দুজনই গুরুতর আহত হন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা দুটি ছাগল মারা গেছে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।