বড়লেখায় একটি মৃত্যু ঘিরে নানা প্রশ্ন!

- আপডেট সময় : ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে শাহাজান আহমদ (৩৪) রহস্যজনক মৃত্যু ঘিরে এই প্রশ্ন ওঠেছে। ঘটনায় বড় ভাই ইব্রাহিম আলী বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
যাতে আসামি করা হয়েছে, আব্দুল বাছিত, রুবেল আহমদ, সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, সুনাম উদ্দিন,ছাদিক আহমদ, কুতুব উদ্দিন, রেদওয়ান আহমদ,সাহাব উদ্দিন সহ ৯ জনকে আসামি করে মামলা করা হয়।
জানা যায়, ৫ আগস্ট রাতে কাউসার আহমেদের বাড়ি থেকে আসার পথে সাজান আহমদের রহস্যজনক মৃত্যু হয়। এনিয়ে ৯ জনের বিরুদ্ধে মামলাকে ষড়যন্ত্রমূল এবং মিথ্যা মামলায় হয়রানি অভিযোগ করেন রুবেল আহমদ।
এলাকাবাসী জানায় শাহাজান পরকীয়ার সাথে লিপ্ত ছিল । কাউসার আমাদের সাথে ব্যবসায় সম্পর্ক থাকায় তাদের বাড়িতে প্রায়ই আসা যাওয়ার সুযোগে বন্ধুর স্ত্রী তামান্না বেগমের সাথে সম্পর্ক হয়। ঘটনার দিন গভীর রাতে তামান্না বেগমের বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হয়।
পরে অনেক খোঁজাখুঁজি পর তার লাশ পাওয়া যায়। আসামীদের অভিযোগ, তামান্নাকে আসামি না করে কেন আমাদেরকে আসামি করা হলো?
মামলার তদন্ত কর্মকর্তা তপন বাবু জানায়, ঘটনাস্থলে যাতায়তে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। একারণে যাওয়া হচ্ছে না, তবে শিগগির গ্রেপ্তার অভিযান চালানো হবে।